নানুর: নানুর,মঙ্গলকোট,কেতুগ্ৰাম ও আউশগ্ৰাম বিধানসভার দায়িত্ব দিলে বিরোধী দের যামানা যব্দ করে ছাড়বো! কীর্ণাহারে বললেন কাজল সেখ
Nanoor, Birbhum | Nov 21, 2025 শুক্রবার বিকেলে কীর্ণাহারে পাল্টা পদযাত্রা ও সভা করলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব'রা। তবে এই মিছিল টি রাজনৈতিক মহলে'র নেতৃত্বরা পাল্টা বলে মনে করলেও পদযাত্রা টি মূলত এস.আই.আর ইস্যু নিয়েই করা হয়।এদিন কীর্ণাহার চৌরাস্তা থেকে পদযাত্রা টি শুরু করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় সেখানেই পথসভার আয়োজন করা হয়েছিল।উপস্থিত ছিলেন- বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সভাধিপতি কাজল সেখ, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা এস.সি মোর্চার সভাপতি।