নানুর: লক্ষ্মী পুজো কে কেন্দ্র করে কীর্ণাহারে ষষ্ঠম দিনে আয়োজিত যাত্রাপালা ঘিরে অসংখ্য মানুষের সমাগম
Nanoor, Birbhum | Oct 12, 2025 কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে কীর্ণাহারের লক্ষ্মী তলা মন্দিরে পুজোর পরদিন থেকেই ৮দিন ব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই মতো পুজোর পর দিন থেকেই শুরু হয়েছে নাচ, গান, নাটক, বাউল সহ অন্যান্য সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানও। আজ অর্থাৎ রবিবার ষষ্ঠম দিনেও আয়োজিত হলো যাত্রাপালা "রাবণ বদ করতে আসছে রাম কে"। এদিন সন্ধ্যা থেকেই ওই যাত্রাপালা ঘিরে রয়েছে অসংখ্য মানুষের সমাগম। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা।