বিশালগড়: চড়িলাম উত্তরমুড়া এলাকায় তিপ্রা মথার দলীয় অফিস উদ্বোধন
চড়িলাম উত্তরমুড়া এলাকায় তিপ্রা মথার দলীয় অফিস উদ্বোধন।চড়িলাম উত্তরমুড়া এলাকায় মঙ্গলবার বিকেলে উদ্বোধন হয় তিপ্রা মথার দলীয় অফিস।ফিতা কেঁটে দলীয় অফিসের শুভ উদ্বোধন করেন চড়িলাম বিধানসভার তিপ্রা মথা দলের বিধায়ক সুবোধ দেববর্মা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা বিশ্রামগঞ্জ টিটিএএডিসি সাব জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা