কালচিনি: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কালচিনি ব্লকের হাসিমারা এলাকায়
দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কালচিনি ব্লকের হাসিমারা এলাকায়। হাসিমারা এলাকার ব্যবসায়ী সঞ্জয় কুমার সা দোকানের কাঠের পাল্লা ভেঙ্গে চোর দোকানে ক্যাস বাক্সে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা চুরি করে চম্পট দিয়েছে। শুক্রবার সঞ্জয় কুমার সা দোকান খুলতে এসে দেখে দোকানে পাল্লা ভাঙ্গা এবং দোকানে প্রবেশ করে বুঝতে পারে চুরি হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চ্যাঞ্চল্য ছড়িয়েছে।