বাগদা: ১৭ বোতল দেশী অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গতকাল রাতে পুস্তিঘাটা থেকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ
১৭ বোতল দেশী অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গতকাল রাতে সিন্দানি গ্রাম পঞ্চায়েতের পুস্তিঘাটা থেকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাগদা থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাগদার পুস্তিঘাটা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃত কে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।