বারুইপুর: বারুইপুর উত্তর খোদার বাজারে আয়োজিত রক্তদান শিবিরে এলেন বিশিষ্ট ফুটবলার রহিম নবি
বারুইপুর বরাবর প্লেয়ারদের সম্মান করতে জানে। রবিবার উত্তর খোদার বাজারে রক্তদান শিবির অনুষ্ঠানে এসে যোগ দিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট ফুটবলার রহিম নবী।