ময়না: "BJP এবারের বিধানসভা নির্বাচনে ময়নাতে 12000 ভোটে হারবে" ময়নাতে বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি
তমলুকের প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী, ময়নাতে গতকাল একটি কর্মসূচিতে বলেন বিজেপি এখানে ৩০ থেকে ৪০ হাজার ভোটে জিতবে এবং বাংলায় বিজেপি সরকার গড়বে এই সম্পর্কে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতির শেখ শাহজাহান আলী আজ বলেন ময়নাতে বিজেপি এখানে বারো হাজার ভোটে হারবে |