ময়না: বেঁউদিয়া গ্রামের পরিযায়ী শ্রমিক চেন্নাইতে গিয়ে ২২ দিন নিখোঁজ,বাংলাদেশে পাঠানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়লো পরিবার
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত বেউদিয়া গ্রাম পঞ্চায়েতের ২১ বছরের যুবক শেখ সমীরুল গত এক বছর আগে চেন্নাইয়ের একটি হোটেলে পরিচয় শ্রমিকের কাজে যায়। তার পরিচিত এক আত্মীয়ের সঙ্গে গত ২৭ আগস্ট আত্মীয় জানতে পারে ওই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না |ঘরে বাবা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সংসারেরখরচ যোগাতে চেন্নাইয়ে পাড়ি দেয়, বর্তমানে ওই যুবকের খোঁজ না পেয়ে ভগবানপুর থানা ও চেন্নাই পুলিশে দারস্ত হয়ে ২২ দিন ধরে নিখোঁজ যুবক |মুখ্যমন্ত্রীর কাছে আবেদন