আড়শা: রুগড়ী চেলেঞ্জার ক্রিকেট ট্রুনামেণ্ট খেলার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় রুগড়ী ময়দানে
Arsha, Purulia | Oct 7, 2025 আড়ষা থানার রুগড়ী চেলেঞ্জার ক্রিকেট ট্রুনামেণ্ট খেলার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় রুগড়ী ময়দানে। রুগড়ী একাদশ ক্রিকেট খেলোয়াড়দের উদ্যোগে। ফাইনাল খেলা জয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী, বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিংহ দেও সহ প্রমুখ।