বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে রবিবার রাতে দুবরাজপুর থানার কাছে বিজেপির পক্ষ থেকে প্রতীকী পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ–মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে আগুন জ্বেলে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকেরা প্রতিবাদ জানান। বিক্ষোভে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্য নেতাকর্মীরা।