বিশালগড়: ঠাকুর পুজার দিতে ফুল তুলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন মেম্বারের,ঘটনা বিশ্রামগঞ্জ
ঠাকুরের জন্য ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ফুল গাছের নিচেই মৃত্যু হয় বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার পূর্ণিমা সাহার।ঘটনা শনিবার সাত সকালে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় পূর্ণিমা সাহার বাড়ি বিশ্রামগঞ্জ বাজারেই এক বছর পূর্বে তার স্বামী হিমাংশু সাহার মৃত্যু হয় এক বছরের মাথায় স্ত্রীর মৃত্যু।তাদের রয়েছে ৩৫ বছর বয়সের এক।