বারাসাত ১: ভয়াবহ দুর্ঘটনা বারাসাতের কলোনী মোড়ে, জখম বাইক আরোহী
ভয়াবহ দুর্ঘটনা বারাসাতের কলোনী মোড়ে, জখম বাইক আরোহী উত্তর ২৪ পরগনা জেলায় আজ বারাসাতে ভর দুপুরে কলোনি মোড়ে একটি লরি ব্রেক ফেল করে রোড ডিভাইডারএ ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয় এক বাইক আরোহী। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ওই আহত বাইক আরোহী কে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুপুর দুটো নাগাদ স্থানীয় এক বাসিন্দা কি বললেন শুনুন