কলকাতা: ভাইফোঁটার পর ফের বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ, একাধিক জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ মঙ্গলবার পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ এই খবর জানান। তিনি বলেন,পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।