কুমারগ্রাম: বারবিশায় নেশা জাতীয় ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
বারবিশায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করল বারবিশা ফাঁড়ির পুলিশ। রবিবার ধৃতদের আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জীবন দেবনাথ, স্বরাং বসুমাতারি ও নহমিয়া বসুমাতারি। জীবন বারবিশার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। বাকি দু'জন অসমের চিরাং জেলার বাসিন্দা। শনিবার বারবিশার দক্ষিণ রামপুর এলাকায় একটি হোটেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেসময় তিনজনকে হাতেনাতে পাকড়াও করা হয়।