আজ বুধবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া শহরের তৃণমূল কংগ্রেস কার্যালয় সম্পূর্ণ সাজানো হয়েছে। তৃণমূলের সৈনিকরা কার্যালয়ের চত্বরকে দলীয় পতাকা দিয়ে রঙিনভাবে সাজিয়েছেন। পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস মহা উত্সবে পালিত হবে তারই জন্য ।