মেদিনীপুর: বিশেষ টিকিট পরীক্ষা অভিযান শনিবারও, মেদিনীপুর খড়গপুর মিলিয়ে ৩৪৪ জন টিকিট বিহীন যাত্রীর কাছ থেকে জরিমানা ১,৭৯,৪৫০ টাকা
বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চলল শনিবারও। রেলের খড়গপুর ডিভিশন এর উদ্যোগে মেদিনীপুর খড়গপুর সহ বেশ কয়েকটি স্টেশনে ও ট্রেনগুলিতে অভিযান চালিয়ে শনিবার দিনভর ৩৪৪ জন টিকিটবিহীন যাত্রীকে আটক করল রেলওয়ে। তাদের কাছ থেকে ১ লক্ষ ৭৯ হাজার ৪৫০ টাকা জরিমানা হিসেবে আদায় হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।