বড়ঞা: ৪৮ হাজার জাল নোটের পাহাড়! বড়ঞার রাতে বড় সাফল্য পুলিশি অভিযানে
রাতের অন্ধকারে গোপনে চলছিল জাল নোটের পাচার। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল তিন পাচারকারী। পুলিশের অভিযানে উদ্ধার হয় ৪৮ হাজার টাকার জাল নোট। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আমানতুল্লাহ খান, আজমুল খান ও মিঠুন খলিফা। তাঁদের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। বুধবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।