বোলপুর-শ্রীনিকেতন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার মামলায় রায়দান হবে আগামী মঙ্গলবার
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে নিয়ে আজ ২০ শে সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টো নাগাদ ব্যাঙ্কশাল কোর্টের ইডি-র বিশেষ আদালতে গুরুত্বপূর্ণ শুনানি হয়। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখলেন বিচারক। আগামী মঙ্গলবার দুপুর ২টোয় ঘোষণা করা হবে এই মামলার রায়।প্রসঙ্গত, ইডি-র পক্ষ থেকে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতের আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদনের উপরে রায় দেবে আগামী মঙ্গলবার।