বর্ধমান ১: আঁচার ভেবে ইন্দুর মারার বিষ খেয়ে মৃত্যু হল তিন বছরের শিশু কন্যার মঙ্গলকোট থানার পিলশুরা গ্রামের ঘটনা
আঁচার ভেবে ইন্দুর মারার বিষ খেয়ে মৃত্যু হল তিন বছরের শিশু কন্যার। মর্মান্তিক বেদনাদায় ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার পিলশুরা গ্রামের ঘটনা। মৃত শিশু কন্যার নাম ঋতু দাস (৩) মৃত শিশুর বাবা রাকেশ দাস জানান গতকাল বেলা বারোটা নাগাদ খড়ের চালে ইঁদুর মারার বিষ রাখা সেই বিষ কোনক্রমে পড়ে যায় এবং তার মেয়ে ঋতু দাস আঁচার ভেবে চেটে চেটে খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে তাকে প্রথমে মঙ্গলকোট হাসপাতালে ও পরে Bmch নিয়ে আসলে রাতে তার মৃত্যু হয়