জামবনি: ঝাড়গ্রাম জেলা জুড়ে হচ্ছে জিতিয়া পরব, জামবনি, মহিষামুড়া সহ ব্লকের একাধিক এলাকায় হয় জিতিয়া পরব
ঝাড়গ্রাম জেলা জুড়ে হচ্ছে জিতিয়া পরব। জানা গেছে প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীতে করম পুজোর ঠিক ১২ দিন পরে জিতিয়া পুজো ও পরব হয়। পুজো ঘিরে বিভিন্ন এলাকায় পাঁতা ও ঝুমুর নাচ। জামবনি ব্লকের জামবনি, মহিষামুড়া সহ একাধিক এলাকায় ধুমধাম করে হয় জিতা পরব।