আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারের বিভিন্ন মন্দিরে ও পুজো মণ্ডপে সিদূর খেলা নিয়ে ঠেলাঠেলি মহিলাদের,দুর্গা মাকে বিদায় জানানোর প্রস্তুতি
বৃহস্পতিবার দুর্গাপুজোর শেষ দিন।আর শেষ দিনে আলিপুরদুয়ার শহরের দুর্গাপুজো মন্ডপ ও দূর্গা মন্দির গুলোয় দশমীর আয়োজন করা হয়েছে।এদিন দুপুর আড়াইটা নাগাদ আলিপুরদুয়ার নিউ টাউন দুর্গাবাড়ী, নেতাজি রোড দুর্গাবারি,হাটখোলা দুর্গা বাড়ি, জংশন কালিবাড়ি সহ বিভিন্ন পুজো মণ্ডপে মহিলাদের ভিড় দেখা যায়। সিদুর খেলায় রীতিমত হুড়িহরি চলে।