ইলামবাজার: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীর হাটতলা শ্রী শ্রী কালীমাতার পূজা মহাসমারহে অনুষ্ঠিত হয়
ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির শ্রী শ্রী হাটতলা কালীমাতার পূজো মহাসমারোহে অনুষ্ঠিত হয়, এবং প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা ৬ টা নাগাদ।প্রতিবছরের মতো এ বছরও এই জয়দেব কেন্দুলিতে হাটতলা মায়ের পুজো মহাসমারোহে অনুষ্ঠিত হয় এবং ট্রাফিক ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তা রাখা হয়।