কাকদ্বীপ: নবজাগরণ সংঘের এবছর শ্যামা পুজোর থিম ২৮ ফুটের বড়মার মূর্তি
ধর্ম যার যার বড়মার সবার এবছর নবজাগরণের শ্রী শ্রী শ্যামা পুজো ২৮ ফুটের বড়মার মূর্তি তৈরি করে নজর করলেন কাকদ্বীপের নবজাগরণ সংঘ এই পুজোর শুভ উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পাঁচ বছরের পদার্পণ করল এই পুজো, স্বামী বিবেকানন্দ এলাকায় এই পুজো হয়।