মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: লালচাঁদ শেখ হত্যাকাণ্ডে সাবিনা বিবি ও কামাল উদ্দিন শেখের যাবজ্জীবন কারাদণ্ড
লালবাগ, মুর্শিদাবাদ — ভগবানগোলা থানার মোহাম্মদপুরের রশিদ কাজীপাড়ায় ২০১৯ সালের নৃশংস লালচাঁদ শেখ হত্যাকাণ্ডে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করল। লালবাগ সেকেন্ড কোর্টের অতিরিক্ত জেলা ও সেশন জজ সুরাথেস্বর মণ্ডল অভিযুক্ত সাবিনা বিবি ও কামাল উদ্দিন শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। আদালত জানায়, ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রতিজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি ২০১ ধারায় দেহ লোপাটের