মানবাজার ১: প্রতাপপুর গ্রামে পৌঁছালো পরিযায়ী শ্রমিক রমেশ মাঝির দেহ,গ্রামে তৃনমুল কংগ্রেসের নেতৃত্বরা
পরিযায়ী শ্রমিক রমেশ মাঝির নিথর দেহ এসে পৌছালো মানবাজারের প্রতাপপুর গ্রামে,শোকে ভেঙ্গে পড়ল গোটা গ্রাম।সোমবার ভোর পাঁচটা নাগাদ দেহ এসে পৌঁছায় গ্রামে। পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।মানবাজার থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা রমেশ মাঝি, গোয়াতে ঠিকাদারি সংস্থায় কাজ করতো।