ট্রাক্টর চালিত থ্রেসারের আগুনে পুড়ে গেল ধানের খড়। ঘটনাটি ঘটে সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের তামাগুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তামাগুড়ী গ্রামের বাসিন্দা কোকিল বর্মনের বাড়িতে নিজের ধান ঝাড়াই করার জন্য ট্রাক্টর চালিত থ্রেসার মেশিন বাড়িতে নিয়ে আসে। ধান ঝাড়াই চলাকালীন থ্রেসারের আগুনে খড়ের গাদায় আগুন লাগে। প্রথমে তারা কেউ বুঝতে পারেনি এবং পুড়ে যাওয়া ধোঁয়া প্রথমে সকলে ধুলো মনে করে