নলহাটি ১: বেহাল রাস্তার কাজ শুরু হলো নলহাটির সিএডিসি মোড় থেকে কোঠা তলা মোড় পর্যন্ত #jansamasya
আজ মঙ্গলবার ১০ ই জুন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নলহাটি 14 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সিএডিপি মোড় থেকে কোঠা তলা পর্যন্ত রাস্তা বেহাল তা সংস্কারের কাজ শুরু হলো আজ থেকেই। এর পূর্বেই একাধিকবার এই রাস্তা খারাপের খবর পরিবেশন করা হয় বিভিন্ন মিডিয়ায় ,