বাসন্তী: টোটো তে উঠতে গিয়ে আচমকাই বাইকের ধাক্কায় আহত দুই। তদন্তে বাসন্তী থানা ট্রাফিক পুলিশ।
বাসন্তীতে টোটো তে উঠতে গিয়ে আচমকাই বাইকের ধাক্কায় আহত দুই।বাসন্তী থানার চুনাখালী অঞ্চলের অন্তর্গত। চুনাখালি মডেল স্কুলের সামনে আহত দুই টোটো যাত্রী। মঙ্গলবার রাত নটা 30 মিনি বড়িয়া থেকে টোটো টি চুনা খালির দিকে যেতে গিয়ে মডেল স্কুলের সামনে একটি বাইক পিছন থেকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারলে আহত হয় দুই টোটো যাত্রী,এবং ঘটনা স্থল থেকে বাইক আরোহী পালিয়ে যায় বলে জানা যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছ