রতুয়া ২: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে পুখুরিয়া এলাকার রাস্তায় প্রচন্ড যানজটে চরম দুর্ভোগ
Ratua 2, Maldah | Oct 21, 2025 গোবরজোড়া কালী পূজার দর্শন এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পুখুরিয়া এলাকা জুড়ে। রাজ্য সড়কের ওপর থরে থরে সাজানো যানবাহন। হাজার হাজার মানুষের ভিড়ে অত্যন্ত যানজট পরিস্থিতি রাস্তার। এই যানজট মোকাবিলা করতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। নাজেহাল অবস্থা দর্শনার্থী থেকে শুরু করে পথ চলতেই সাধারণ মানুষের।