ময়ূরেশ্বর ২: নারায়নঘাটি ও কোটাসুরে পথ দুর্ঘটনায় মৃত্যু ১, ঘটনা ঘিরে উত্তেজনা মৃতদেহ তুলতে বাধা স্থানীয়দের
বিশ্বকর্মা পূজার সন্ধ্যায় বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকায় ঘটে গেল পরপর দুটি পথ দুর্ঘটনা , ঘটনায় মৃত্যু ১ গুরুতর জখম এক । যানা যাই আজ সন্ধ্যা নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত নারায়নঘাটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চার চাকার সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আজ সন্ধ্যা নাগাদ ভাবঘাটির দিক থেকে কোটাসুরের দিকে আসছিল একটি মোটর বাইক অপরদিকে কোটাসুরের দিক থেকে সাঁইথিয়ার দিকে একটি চার চাকা গাড়ি ।