রানিবাঁধ: বাঁকুড়ার খাতড়ায় টানটান নিরাপত্তার মধ্যেই চারটি পরীক্ষা কেন্দ্রে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা
বাঁকুড়া জেলায় খাতড়া মহকুমায় রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হল উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা। জেলার মোট ১১,৪০৮ জন পরীক্ষার্থীর মধ্যে খাতড়া মহকুমা এলাকায় পরীক্ষায় বসেন ১,৭৫০ জন। খাতড়া ব্লকের চারটি শিক্ষা প্রতিষ্ঠান— খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়, খাতড়া উচ্চ বালিকা বিদ্যালয়, খাতড়া উচ্চ বিদ্যালয় ও খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়কে পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল।