চাকদা: রেল যাত্রীদের মোবাইল ফোন চুরির ঘটনায় চাকদা থেকে গ্রেফতার দুই পান্ডাকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
Chakdah, Nadia | Sep 26, 2025 ট্রেন ও রেল স্টেশন থেকে রেল যাত্রীদের মোবাইল ফোন চুরির ঘটনায় চাকদা থেকে গ্রেফতার দুই পান্ডাকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর,পুজোর মরসুমে ট্রেন ও রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে লাগাতার রেল যাত্রীদের মোবাইল ফোন চুরি হচ্ছিল। আর সেই সমস্ত চুরির ঘটনার তদন্ত করে সোমবার রাতে চাকদা এলাকা থেকে ওই মোবাইল চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে রানাঘাট GRP। ধৃতদের কাছ থেকে 7 টি চুরির মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ।