সাঁইথিয়া: সাঁইথিয়ার অগ্রণী সমাজের ক্লাবের পুজোর থিম দিল্লির লালকেল্লা
হাতে গোনা কয়েকটা দিন দেরি পুজো এ বছর বীরভূমের সাঁইথিয়া শহরের অগ্রণী সমাজ ক্লাব নিয়ে আসছে চমক দিল্লির লালকেল্লার আদলে দুর্গাপুজো মণ্ডপ। প্রতিবছর অভিনব থিমের জন্য খ্যাত এই ক্লাব, আর এবছর লালকেল্লার রূপে সাজবে মণ্ডপ।আর তাই দেখতে এখন থেকেই ভিড় জমাচ্ছেন বহু মানুষজনেরা আর আজ রবিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ সেই ছবি উঠে এলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়