কেশপুর: মহিলা বাম সংগঠন AIDWA এর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো কেশপুরে
মহিলা বাম সংগঠন AIDWA এর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো কেশপুরে। আজ বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ কেশপুরে সিপিআইএমের কার্যালয়ে অনুষ্ঠিত হলো কেশপুর তিন নম্বর আঞ্চলিক কমিটির এই সম্মেলন। উপস্থিত ছিলেন বহু মহিলা নেত্রী ও কর্মী সমর্থকরা। এদিন নেতৃত্বরা জানান, লড়াইয়ের মাটি কেশপুর, বহু বাধা প্রতিবন্ধকতা, তবুও প্রতিবাদে প্রতিরোধে থাকবেন কমরেডরা।