তুফানগঞ্জ ১: বীণাপাণি ক্লাব ও লাইব্রেরীর ৭৫ তম বছর পূজা উপলক্ষে তুফানগঞ্জ শহরে সেভ ড্রাইভ ও সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক রেলি
শনিবার বিকেলে তুফানগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় শহরে সচেতনতামূলক রেলি বের করেন তারা। বাইক চালকদের সতর্কতার পাশাপাশি হেলমেট বিহীন অবস্থায় চালকদের হেলমেট বিতরণ করেন। দুজনের বেশি যাতে বাইকে না ওঠে সে বিষয়ে সতর্ক করেন তারা। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ওসি দ্বিগবিজয় বোলোন, ট্রাফিক ওসি বিপুল বর্মন সহ অন্যান্যরা।