শীতলকুচি: পঞ্চারহাটের মহিলা মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ
সোমবার পঞ্চার হাট এলাকার মৃত মহিলার পরিবারের লোকেরা মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে মূল অভিযুক্ত কে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত উল্লেখ্য শীতলকুচি ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চার হাট এলাকায় সম্প্রতি পোষ্য ছাগলের সুপারির চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। এতে এক মহিলার মৃত্যু ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান মৃতের পারিবারের লোকেরা।