পাড়া: পাড়া ব্লকের ইটাকড়া গ্রামে বিজেপির মন্ডল ৪ এর উদ্যোগে বিজয়া সন্মিলনীর আয়োজন, উপস্থিত বিধায়ক
Para, Purulia | Oct 18, 2025 পাড়া ব্লকের পাড়া অঞ্চলের ইটাকড়া গ্রামে বিজেপির মন্ডল ৪ এর উদ্যোগে বিজয়া সন্মিলনীর আয়োজন করা হয়েছিল। শনিবার বিকেলে পাঁচটা নাগাদ পাড়া অঞ্চল বিজেপির এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী,মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেলা জেনারেল সেক্রেটারি সদানন্দ বাউরী, জেলা আইটি সেল সনাতন মাহাতো, বিধানসভা কনভেনার শীতল নাগ মন্ডল সাধারণ সম্পাদক সহদেব বাউরী, ত্রিলোচন মাঝি সহ অন্যান্য। এদিনের সভায় বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয়