বহরমপুর: দৌলতাবাদে মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু একজনের আহত আরো দুই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে
ইটভাটা থেকে কাজ করে রাত্রিবেলায় সাইকেলে করে বাড়ি যাওয়ার পথে মারুতী গাড়ি ধাক্কায় মৃত্যু হল প্রসেনজিৎ সিংহ নামে একজনের, আহত আরো দুই, গতকাল রাত্রের এই ঘটনার পর তিনজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করে, এবং আহত দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে