ঝালদা ২: দলের BLA-2 দের প্রশিক্ষণ শিবির হল ঝালদা ২ নং ব্লকের কোটশীলা তৃণমূল পার্টি অফিসে
তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত বি এল এ টু দের আজ বিকালে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ঝালদা ২ নম্বর ব্লকের কোটশীলা পার্টি অফিসে । 'দিদির দূত' অ্যাপসে এস আই আর সংক্রান্ত দলের বিভিন্ন রিপোর্ট কিভাবে আপলোড করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।