বাঁকুড়ার হিড়বাঁধ থানার মশিয়াড়া গ্রামের ভক্তি রায় (৭৪) ২৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন; রবিবার মশিয়াড়া রায়পাড়া গ্রামের কালীমন্দির পেছনের 'নতুন বাঁধ' পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায় এবং পুলিশ তা উদ্ধার করে। পরিবার জানায় তিনি মানসিকভাবে অসুস্থ ও বোবা ছিলেন। পুলিশ মৃত্যুকে পানিতে ডুবে যাওয়া বলে অনুমান করে, দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়েছে। হিড়বাঁধ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু ও তদন্ত চলছে।