ভগবানগোলা ১: ভালোবাসার টান না ভেবে সাগরদিঘী পার! ভগবানগোলার গৃহবধূর ঘরে বিবাহিত প্রেমিক, ধুমধামার কাণ্ডে থানা পর্যন্ত তোলপাড়
ভগবানগোলা থানার অন্তর্গত এক গ্রামে সোমবার (দুপুর ২:৩০ নাগাদ) ঘটে গেল সিনেমার মতো এক কাণ্ড! সাগরদিঘী থেকে গঙ্গা পেরিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে এক বিবাহিত যুবক, আর তাতেই গোটা গ্রামজুড়ে ধুমধামার হইচই। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। দুই সন্তানের মা হলেও স্বামী ভিনরাজ্যে—চেন্নাইতে—রোজগারের তাগিদে থাকেন। এরই মধ্যে প্রায় ছয়-সাত মাস আগে সাগরদিঘীর এক বিবাহিত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার গভীর রাতে ওই