বরজোড়া: বেলিয়াতোর ডাক বাংলো মোড়ে পুরোহিতদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হল, উপস্থিত বড়জোড়া বিধায়ক
আজ বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলিয়াতোর ডাক বাংলো মোড়ে একটি পুরোহিত সংর্বধনা সভা অনুষ্ঠিত করা হল।এই সভায় পুরোহিতদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বড়জোড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী.