মাথাভাঙা ১: মাথাভাঙ্গা হাসপাতাল রোডে টোটো উল্টে দুইজন আহত
প্রবল বৃষ্টিতে মাথাভাঙ্গা হাসপাতাল রোডের অবস্থা বেহাল এবং রাস্তার উপরেই জল দাঁড়িয়ে আছে যার ফলে মঙ্গলবার বেলা আড়াইটা নাগাদ মাথাভাঙ্গা হাসপাতাল রোড দিয়ে একটি টোটো যাওয়ার সময় দুর্ঘটনা কবলে পড়ে এবং টোটো টি উল্টে যায়। যার ফলে চালক সমেত দুই ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে বৃষ্টির ফলে ওই রাস্তা দিয়ে একটি টোটো যাচ্ছিল এবং রাস্তায় বেহাল অবস্থার জন্য রাস্তায় জল জমে থাকার কারণে সে দেখতে না পেয়ে সেখান দিয়ে যাওয়ার সময় উল্টে যায়।