ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর জুড়ে একাধিক নতুন রাস্তা তৈরি করছে ADDA , মামড়া বাজার এলাকায় ৮ থেকে ১০ ইঞ্চি অন্তর রড বাঁধার অভিযোগ
দুর্গাপুর জুড়ে একাধিক নতুন রাস্তা তৈরি করছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা (এডিডিএ)। বৃষ্টির জল রাস্তায় যাতে জল না জমে তারজন্য পাশে তৈরি হচ্ছে নিকাশিনালা। এই নিকাশিনালা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠছে। ড্রইং অনুযায়ী নিকাশিনালা তৈরির জন্য রড বাধার কথা তিন থেকে চার ইঞ্চি অন্তর। বুধবার দুপুর সাড়ে তিনটের সময় অভিযোগ মামড়া বাজার এলাকায় রাস্তার পাশে যে নিকাশিনালা তৈরি করা হচ্ছে সেখানে নিয়মের তোয়াক্কা না করে তিন থেকে চার ইঞ্চির বদলে প্রায় আট থেকে দশ ইঞ্চি অন্তর রড