কাশীপুর: নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে SIR এর ফর্ম আপলোড এমনই অভিযোগ তুলে কাশীপুর BDO অফিসে ডেপুটেশন BJP-র,উপস্থিত MLA
নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে SIR এর ফর্ম আপলোড! এমনই অভিযোগ তুলে কাশিপুর বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির। চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ফর্ম আপলোড বন্ধ করা, অ্যাপ্লিকেশন সার্ভারের স্পিড বৃদ্ধি, BLO দের লগ-ইন পাশওয়ার্ড যাতে অন্য ব্যক্তি ব্যবহার করতে না পারে, তা সুনিশ্চিত করা-- এমনই পাঁচ দফা দাবি তুলে সোমবার বিকাল পাঁচ টা নাগাদ কাশিপুর বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, জেলা সহ সভাপতি রাজেশ চিন্না,