দিনহাটা ২: ভুলে ফেলে যাওয়া মূল্যবান সামগ্রী ফেরত পেলেন যাত্রী, বামনহাট রেল স্টেশনের আরপিএফ-এর সৎ উদ্যোগ
ভুলে ফেলে যাওয়া মূল্যবান সামগ্রী ফেরত পেলেন যাত্রী, বামনহাট রেল স্টেশনের আরপিএফ-এর সৎ উদ্যোগ। একজন যাত্রীর ভুলে ফেলে যাওয়া একটি ট্রলি ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সততার সাথে তার কাছে ফেরত দিয়েছে বামনহাট রেল স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে (ট্রেন নং ৫৫৪৬৫)। এক যাত্রী ভুলবশত ট্রেন থেকে নামার সময় তার ট্রলি ব্যাগ এবং কিছু প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস ট্রেনের ভিতরেই রেখে চলে যা