মাদারিহাট: রবিবার রাতভর হাতির হানায় জয়বীরপাড়া চা বাগানে ৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হল
রবিবার রাতভর হাতির হানায় জয়বীরপাড়া চা বাগানে ৫ টিরবিবার রাতভর হাতির হানায় আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে ৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হল। স্থানীয় বাসিন্দা তথা বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা টেম্পু ওরাওঁ জানান, রবিবার রাত ১০ টা নাগাদ চা বাগানের ছোটা লাইনে একটি দলছুট হাতি হানা দেয়। সোমবার ভোর ৪ টা পর্যন্ত এলাকায় ঘোরাঘুরি করছিল হাতিটি। ক্ষতিগ্রস্ত হয়েছে কিশোর ওরাওঁ, বেহানী ওরাওঁ, লক্ষ্মণ ওরাওঁ, আনন্দ বরাইক, বিবিরাণী ধানো