রতুয়া ২: রানীনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ের আয়োজিত সিভিল পরিদর্শন করে মানুষের সাথে সভায় অংশগ্রহণ বিধায়কের
Ratua 2, Maldah | Sep 20, 2025 সরকারি পরিষেবা প্রদান করতে রতুয়া দুই ব্লক প্রশাসনের তরফে রানীনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এই শিবিরে আসো তিনটি বুথের মানুষকে সাথে নিয়ে সরকারি পরিষেবার বিষয়গুলি খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি একটি সভায় অংশগ্রহণ করলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। ব্লকের জয়েন্ট বিডিও, প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে তিনটি ভূতের মানুষের কাছে গ্রামের নানান সমস্যা অভিযোগ গুলি শোনেন এবং দ্রুত সমাধানের জন্য কাজের আশ্বাস বার্তা।