এনুমারেশন ফর্ম না পেয়ে চিন্তায় কৃষ্ণগঞ্জের এক পরিবার, তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা, কৃষ্ণগঞ্জ আদিত্যপুর গ্রামের দাস পাড়ার ৪৪ নম্বর বুথে এনুমারেশন ফর্ম বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। একই পরিবারের চারজন সদস্যের মধ্যে তিনজন এনুমারেশন ফর্ম পেলেও একজনের ফর্ম না আসায় আতঙ্কে পরিবার। দাসপাড়ার বাসিন্দা দেবেন দাস জানান, তাঁর ছেলে সুকুমার দাস, বউমা মৌসুমী দাস এবং তাঁর নিজের নামে এনুমারেশন ফর্ম এলেও তাঁর স্ত্রী ভারতী দাসের নামে কোনও ফর্ম আসেনি। দেবেন দাসের অভিযোগ ২০০