মানবাজার ২: ধডাঙ্গর গ্রামে মানবাজার দু'নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি সীতারাম মুর্মুর স্মরণ সভা অনুষ্ঠিত হলো
মানবাজার দু'নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি সীতারাম মুর্মুর স্মরণ সভা অনুষ্ঠিত হলো।রবিবার বেলা বারোটা থেকে মানবাজার দু নম্বর ব্লকের আঁকরো বড়কদম অঞ্চলের ধডাঙ্গর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর চন্দ্র সরেন সহ দলীয় কর্মীরা।